সাভারের আশুলিয়া থানার জামগড়ার কাঁঠালতলা এলাকায় সাঈদ ইন্টার প্রাইজ নামের একটি সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ইপিজেড, সাভার, টঙ্গী ও মিরপুর থেকে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুন নেভাতে তাদের ৬ সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব