বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে কয়েক হাজার পরিবার রবিবার ঈদুল আজহা পালন করছে। তারা চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। সৌদি আরবের সাথে মিল রেখে তারা দুটি ঈদ সহ যাবতীয় ধর্মীয় আচার্য পালন করে থাকেন।
বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পশু কোরবানি করেন।
বরিশাল বিভাগে এই সম্প্রদায়ের ৭৫টি মসজিদ রয়েছে। বরিশাল নগরীর ৩টি এলাকাসহ জেলার ৪০টি গ্রামে এবং বিভাগের শতাধিক স্থানে আজ আগাম ঈদ উদযাপন করছেন তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ