১৫ আগস্ট, ২০১৯ ১৭:২৪

বিনম্র শ্রদ্ধায় গাজীপুরে জাতীয় শোক দিবস পালন

গাজীপুর প্রতিনিধি :

বিনম্র শ্রদ্ধায় গাজীপুরে জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জেলায় কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, সিটি করপোরেশন, গাজীপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি শোক র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গতাজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। 

এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর