১৪ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০১

বরিশালে কমিউনিটি পুলিশিংয়ের কমিটির পুনর্গঠন প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কমিউনিটি পুলিশিংয়ের কমিটির পুনর্গঠন প্রক্রিয়া শুরু

বরিশালে কমিউনিটি পুলিশিং কমিটির সাথে সম্পৃক্ত অনেকের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ অনৈতিক কার্যকলাপ করার অভিযোগ উঠেছে। কমিউনিটি পুলিশিং কমিটির অনেক নেতাদের সন্তানদের বিরুদ্ধেও রয়েছে মাদক ব্যবসা কিংবা সেবনসহ নানা অভিযোগ। তবে মাদক নির্মূলসহ সমাজ থেকে অপরাধ কমাতে বরিশালেও কমিউনিটি পুলিশিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। 

শনিবার সকালে পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রলয় চিসিম বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে প্রতিটি ওয়ার্ডে কমিটি পুনর্গঠনসহ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। 

সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের বিষয়টি সরাসরি পুলিশ কমিশনার নিজেই নজরদারী করছেন। মেট্রোপলিটন পুলিশ চাচ্ছে সমাজের গ্রহনযোগ্য ব্যক্তিরা কমিউনিটি পুলিশিং সদস্য হোক। যাদের বিরুদ্ধে কোনো অপরাধ কিংবা মাদেকর অভিযোগ নেই। কোনো রাজনৈতিক দলের পদে নেই কিংবা জনপ্রতিনিধিও নয় এমন ব্যক্তিদের হাতে কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দিতে চায় মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি বন্দর থানা এলাকায় এক ইউপি সদস্যকে কমিউনিটি পুলিশিং কমিটির নেতা করায় ওই থানার ওসিকে এক হাত নিয়েছেন পুলিশ কমিশনার। 

কমিউনিটি পুলিশিং কমিটির মধ্যে যারা বিতর্কিত যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে তাদের সম্পর্কে মেট্রোপলিটন পুলিশ খোঁজখবর নিচ্ছে। বিতর্কিতদের বাদ দিয়েই প্রতিটি ওয়ার্ডে কমিটি পুনর্গঠন হবে বলে জানান উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইঞা। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর