রাজধানীর মগবাজারের পিয়াসী বার ও রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারেও অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখানে অবৈধ কিছু মেলেনি।
অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পশ্চিম) অতিরিক্ত উপ কমিমনার (এডিসি) হাবিবুন্নবী আনিসুর রশিদ বলেন, আমাদের তথ্য ছিল এটি একটি বার। এখানে অনৈতিক কোনো কিছু হয় কি না- সেটা দেখতে এ অভিযান পরিচালনা করা হয়। আমরা এদের লাইসেন্স দেখেছি , তাদের কাগজপত্র সব ঠিক আছে।
ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, পিয়াসী বারে অবৈধ কোনো জুয়ার আসর বা ক্যাসিনো নেই। এদের বারের অনুমোদন আছে এবং এখানে যারা আসেন তারাও বৈধ গ্রাহক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন