তৃণমূলে দলকে শক্তিশালী ও গতিশীল করার মিশন নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে খুলনার অভিজাত সিটি ইন হোটেলে সম্মেলনের প্রস্তুতি ও সাংগঠনিক বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে মহানগরসহ বিভাগের ১০ জেলার দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও একই এলাকার সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এতে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন বলেন, তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে খুলনায় এসেছেন কেন্দ্রীয় নেতারা। যৌথ সভায় খুলনা বিভাগের মহানগর ও ১০ জেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/কালাম