শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কার্টন সিগারেট ও ৫০পিস ‘সুপারভিগা’ যৌন উত্তেজক স্প্রেসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সকালে তাকে আটক করা হয়।
জানা যায়, সকাল ৭টা ২৫মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে মো. রবিউল আলম নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। এরপর স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর তিনটি লাগেজে সন্দেহজনক পণ্য থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। পরে তাকে চ্যালেঞ্জ করে লাগেজ খুলে ২৩০ কার্টন (৪৪ হাজার শলাকা) সিগারেট এবং ৫০ পিস যৌন উত্তেজক সুপারভিগা ৪৫ এমএল স্প্রে পাওয়া যায়। এ ওষুধের কান্ট্রি অব অরজিন জার্মানি। যা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ।
কাস্টম হাউসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম বলেন, আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল