১৯ অক্টোবর, ২০১৯ ১২:৫৬

ট্রাফিক আইন অমান্যে ২৪ ঘণ্টায় ৫,০১৫ মামলা

অনলাইন ডেস্ক

ট্রাফিক আইন অমান্যে ২৪ ঘণ্টায় ৫,০১৫ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫,০১৫টি মামলা ও ২০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ২৯টি গাড়ি ডাম্পিং ও ৫৩০টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৫১টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬৮৫টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ১,৫৮৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ৬ চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১৮ অক্টোম্বর, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

সূত্র: ডিএমপি নিউজ

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর