সিদ্ধিরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। রবিবার দিবাগত রাত পৌনে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে একটি ট্রাকে থাকা ৩০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো ইকবাল হোসেন সবুজ (৪০) ও রফিক মিয়া (৩০)।
সোমবার সন্ধ্যায় র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে মাদকব্যবসায়ীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করান এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃতরা ইকবাল হোসেন ওরফে সবুজের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা থানার চৌবেপুর ও রফিকের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন উত্তর সুরমা এলাকায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
বিডি প্রতিদিন/হিমেল