রাজধানীর রায়েরবাজারে প্রেমিকাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আরিফুল ইসলাম সজল নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
আরিফুল ইসলাম সজল মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাসা চকবাজারের ইসলামবাগে। পরিবারের তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন মেজো।
জানা যায়, হাজারীবাগের সানজিদা আক্তার দোলনের সঙ্গে সজলের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সজল ওই মেয়টির সঙ্গে দেখা করতে রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় যায়। এসময় কয়েকজন কিশোর মেয়েটিকে উত্ত্যক্ত করে।
পরে সজল এর প্রতিবাদ করে ওই কিশোরদের মধ্যে একজনকে চড় মারে। এরপর ওই কিশোরেরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে সজল তার কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে এনে ওই কিশোরদের আবার খুঁজে মারধর করে। পরে ওই কিশোররা দলবলে এসে সজলকে বাঁশ দিয়ে পেটায় ও ছুরিকাঘাত করে।
স্থানীয়দের সহায়তায় সজলকে প্রথমে সিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল