আগামী ২৯ নভেম্বরের মধ্যে ১১ দফা দাবি না মানলে ওইদিন রাত ১২টা ১মিনিট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতে যাচ্ছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নৌযান শ্রমিক ফেডারেশনের অন্তরভুক্ত বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন মাস্টার বুধবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অ্যাসোসিয়েশনটি জানায়, নৌযান শ্রমিক ফেডারেশন তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সরকার এবং মালিক পক্ষকে আল্টিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে ১১ দফা দাবি পূরণ না হলে ওইদিন রাত ১২টা ১মিনিট থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন। এছাড়া নৌযান শ্রমিক লীগের কর্মবিরতির সাথে নৌযান শ্রমিক ফেডারেশনের কোন সম্পর্ক নেই। নৌযান শ্রমিক লীগ নৌযান শ্রমিকদের প্রকৃত সংগঠন নয়। তারা নৌযান শ্রমিক ফেডারেশনের দাবি আদায়ের আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করতে কর্মবিরতির নামে সরকার ও মালিক পক্ষের সাথে গোপন আঁতাত করেছে। তারা এই কর্মবিরতি মানেন না। মালিকরা নৌযান চালাতে চাইলে শ্রমিকরা নৌযান চালাতে আগ্রহী।
অপরদিকে, নৌযান শ্রমিক লীগ তাদের কর্মবিরতি বাস্তবায়নে ঢাকার সদরঘাটে চাঁদপুরগামী ৩টি লঞ্চ চলাচলে বাধার সৃষ্টি করলেও বরিশাল তথা দক্ষিণাঞ্চলে এর কোন প্রভাব পড়েনি। বুধবার সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের সকল যাত্রী এবং পণ্যবাহী নৌযান চলাচল করেছে। রাতে বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী নৌযানও ছেড়ে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন মাস্টার।
বিডি-প্রতিদিন/শফিক