বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে পুলিশ আটকের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
তিনি বলেন, আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।
বিডি-প্রতিদিন/মাহবুব