বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটকের পর ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাইকোর্টের গেট থেকে খায়রুল কবির খোকনকে আটক করা হয়।
বিএনপির এই নেতার স্ত্রী শিরিন সুলতানা বলেন, আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খায়রুল কবির খোকনকে হাইকোর্টের সামনে থেকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি ইতোমধ্যে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খায়রুল কবিরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। বিষয়টি ডিবি পুলিশ দেখবে।
বিডি-প্রতিদিন/মাহবুব