বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ দরিদ্র সাহিদার সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরেই একটি এ্যাম্বুলেন্সে সাহিদাকে ঢাকায় নিয়ে যায় তার পরিবার।
বৃহস্পতিবার বেলা ১২টায় হাসপাতালে গিয়ে সাহিদার মায়ের হাতে নগদ ১০ হাজার টাকা এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক প্রয়োজন হলে আরও সহায়তা করার প্রতিশ্রুতিও দেন। অর্থ সহায়তা পেয়ে আজ দুপুর ২টার দিকে সাহিদাকে একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায় তার পরিবার। জেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত সাহিদার মা মেহেরজান সংশ্লিস্টদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ২ বছরের প্রেমের পর বিয়ের প্রলোভন দিয়েও বিয়ে না করায় গত মঙ্গলবার রাতে রাগে-ক্ষোভে-অপমানে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেস্টা চালায় বাবুগঞ্জের বাদল গ্রামের সাহিদা। তার শ্বাসনালীসহ শরীরের ২৬ ভাগ পুড়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দিলেও আর্থিক সঙ্গতি না থাকায় সাহিদাকে ঢাকায় নিতে পারেনি তার পরিবার। এ সংক্রান্ত একটি খবর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশের পর অসহায় সাহিদার সহায়তায় এগিয়ে যান জেলা প্রশাসক।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ