শিরোনাম
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
- থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ সম্পন্ন
- কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, বরখাস্ত এএসপি
- ৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিম ডি-রেজিস্ট্রার করতে হবে
- জীববৈচিত্র্য রক্ষায় ঝাজর বড় বিল পরিদর্শন
- যেভাবে একদিনে সাড়ে ৫ বিলিয়ন ডলার খোয়ালেন মেক্সিকান ধনকুবের!
- আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী
- ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
রামেক হাসপাতালের প্যাথলজিতে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) প্যাথলজি বিভাগে নানা কায়দায় ভোগান্তিতে ফেলা হচ্ছে রোগীদের। এতে করে রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। আবার গত ১৪ বছর ধরে চলছে একটি মাত্র মেশিন দিয়ে। বায়োকেমিক্যাল অটো অ্যানালাইজার মেশিনটি যেন ধুঁকছে বয়সের ভারে।
মান্ধাতার আমলের এই মেশিনটি মাঝে-মধ্যেই হয়ে পড়ছে অকেজো। এতে করে বাইরে পরীক্ষা করাতে যেমন বাড়তি ব্যয় হচ্ছে, তেমনি পোহাতে হচ্ছে ভোগান্তি। আর এই সুযোগে দালালদের উপদ্রবও বাড়ছে হাসপাতালে। কোনো রোগীর পরীক্ষার কথা বললেই ওঁৎ পেতে থাকা দালালরা যেন ছোবল মেরে রোগীর স্বজনদের হাত থেকে কাগজ নিয়ে নিচ্ছে। এরপর তাদের পছন্দমতো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে বাড়তি টাকায় পরীক্ষা করাতে বাধ্য করছে। এভাবে অর্থ আদায়ের একটি চক্রও তৈরি হয়েছে এই হাসপাতালে।
রামেক হাসপাতাল সূত্র মতে, এই হাসপাতালে গড়ে প্রতিদিন বর্হিবিভাগ ও চিকিৎসাধীন মিলে প্রায় ১৫০ জন রোগী আসেন নানা রোগ পরীক্ষার জন্য। চিকিৎসাধীন বেশিরভাগ রোগীই হাসপাতালের প্যাথলজি বিভাগে যান চিকিৎসকের দেওয়া পরীক্ষা-নিরীক্ষা করাতে। কিন্তু একটা অটো অ্যানালাইজার মেশিনটি রোগীদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। ফলে চিকিৎসাধীন রোগীদের পরীক্ষা করাতেও বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যেতে হচ্ছে টেনে-হেঁচড়ে। কারণ অনেক রোগীই হেঁটে চলার শক্তিই থাকে না। এসব রোগীদের বেশিরভাগই থাকেন শয্যাশায়ী। সেইসব রোগীকে বাইরের ডায়াগণস্টিক সেন্টারে নিয়ে যেতেই খরচ হয় ৩০০-৫০০ টাকা।
ভোগান্তির শিকার রোগীর স্বজন আকবর হোসেন বলেন, ‘এক শ্রেণির ভ্যানচালকরা জিম্মি করে এই রোগীদের হাসপাতালের বাইরে গিয়ে পরীক্ষার জন্য আনা-নেওয়া করে থাকে। হাসপাতালের প্রধান ফটক থেকে মাত্র ২-৩ মিনিটের পথ শয্যাশায়ী রোগীদের ভ্যানে করে যাতায়াতের জন্যই এই টাকা আদায় করেন ভ্যানচালকরা। আবার যারা একেবারে গরীব রোগী তারা ওই টাকা দিতে না পেরে অনেকটা টেনে-হিঁচড়েই বাইরে গিয়ে পরীক্ষা করে আনেন। এরপর বাইরের ডায়াগনোস্টিক সেন্টারে আদায় করা হয় গলাকাটা অর্থ।’
আবির হোসেন নামে এক রোগী অভিযোগ করেন, ‘হাসপাতালের প্যাথলজি বিভাগে যে পরীক্ষা ১৫০-৩০০ টাকাতেই করা যায়। সেই পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে খরচ হচ্ছে ৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এভাবে চরম ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।’
নূর হোসন নামে এক স্বজন বলেন, ‘মেশিন নষ্ট দেখিয়ে বাইরে পাঠিয়ে বাড়তি টাকা আদায় করা হচ্ছে কিনা এটাও ক্ষতিয়ে দেখা দরকার। আর যে মেশিন বার বার নষ্ট হচ্ছে, সেটি কেন এতোদিন এই হাসপাতালে থাকবে? প্রয়োজনে নতুন মেশিন বসাতে হবে। এছাড়া রোগীদের জিম্মি করে টাকা আদায় বন্ধ হবে না।’
রামেক হাসপাতালের প্যাথলজিতে পরীক্ষা করতে আসা আয়েশা বলেন, ‘আমার ছেলের রক্তের কি কি সব টেষ্ট দিয়েছে। সেগুলো প্যাথলজিতে করার জন্য রক্ত দেওয়া হয়। কিন্তু দুইদিনেই ঘুরেও রক্ত দেওয়া যায়নি। ১১টার পর তারা আর রক্ত নিতে চাই না। ফলে পরীক্ষাও করা যায়নি। পরে বাইরে থেকে ওই পরীক্ষা করাতে আমার প্রায় তিন হাজার টাকা গুণতে হয়েছে। অথচ হাসপাতালে করানো গেলে সর্বোচ্চ খরচ হত ৮০০ টাকা।’
প্যাথলজির দায়িত্বরত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘আগে বেশির ভাগ রোগ পরীক্ষার রিয়েজেন্ট থাকতো। এখন অনেক পরীক্ষার রিয়েজেন্ট পাওয়া যায় না। ফলে ইচ্ছে থাকা সত্তেও আমরা সেসব পরীক্ষা করতে পারছি না। আবার অটো অ্যানালাইজার মেশিনটি অনেক পুরনো। এটিও সবসময় ঠিকমতো কাজ করে না। মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়।’
আরেক কর্মকর্তা মোস্তাক হোসেন বলেন, প্যাথলজির একটা মেশিন ৫ বছর সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়। এরপর থেকে নানা সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের মেশিনটি চলছে ১৪ বছর ধরে। ফলে এখানে সমস্যা লেগেই থাকছে।’
হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস খায়রুল আলম বলেন, ‘পুরনো মেশিনটির কারণে নানা সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি আরেকটি নতুন মেশিন আনার জন্য। নতুন মেশিন বসলেই এই সমস্যা থাকবে না।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

জলাবদ্ধতা নিরসনে নালা-খাল-সড়ক সংস্কার কার্যক্রম চলমান থাকবে : মেয়র শাহাদাত
৭ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাউবিতে দল ব্যবস্থাপনা এবং কর্মস্থলে বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৮ ঘণ্টা আগে | দেশগ্রাম