শিরোনাম
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
রামেক হাসপাতালের প্যাথলজিতে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) প্যাথলজি বিভাগে নানা কায়দায় ভোগান্তিতে ফেলা হচ্ছে রোগীদের। এতে করে রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। আবার গত ১৪ বছর ধরে চলছে একটি মাত্র মেশিন দিয়ে। বায়োকেমিক্যাল অটো অ্যানালাইজার মেশিনটি যেন ধুঁকছে বয়সের ভারে।
মান্ধাতার আমলের এই মেশিনটি মাঝে-মধ্যেই হয়ে পড়ছে অকেজো। এতে করে বাইরে পরীক্ষা করাতে যেমন বাড়তি ব্যয় হচ্ছে, তেমনি পোহাতে হচ্ছে ভোগান্তি। আর এই সুযোগে দালালদের উপদ্রবও বাড়ছে হাসপাতালে। কোনো রোগীর পরীক্ষার কথা বললেই ওঁৎ পেতে থাকা দালালরা যেন ছোবল মেরে রোগীর স্বজনদের হাত থেকে কাগজ নিয়ে নিচ্ছে। এরপর তাদের পছন্দমতো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে বাড়তি টাকায় পরীক্ষা করাতে বাধ্য করছে। এভাবে অর্থ আদায়ের একটি চক্রও তৈরি হয়েছে এই হাসপাতালে।
রামেক হাসপাতাল সূত্র মতে, এই হাসপাতালে গড়ে প্রতিদিন বর্হিবিভাগ ও চিকিৎসাধীন মিলে প্রায় ১৫০ জন রোগী আসেন নানা রোগ পরীক্ষার জন্য। চিকিৎসাধীন বেশিরভাগ রোগীই হাসপাতালের প্যাথলজি বিভাগে যান চিকিৎসকের দেওয়া পরীক্ষা-নিরীক্ষা করাতে। কিন্তু একটা অটো অ্যানালাইজার মেশিনটি রোগীদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। ফলে চিকিৎসাধীন রোগীদের পরীক্ষা করাতেও বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যেতে হচ্ছে টেনে-হেঁচড়ে। কারণ অনেক রোগীই হেঁটে চলার শক্তিই থাকে না। এসব রোগীদের বেশিরভাগই থাকেন শয্যাশায়ী। সেইসব রোগীকে বাইরের ডায়াগণস্টিক সেন্টারে নিয়ে যেতেই খরচ হয় ৩০০-৫০০ টাকা।
ভোগান্তির শিকার রোগীর স্বজন আকবর হোসেন বলেন, ‘এক শ্রেণির ভ্যানচালকরা জিম্মি করে এই রোগীদের হাসপাতালের বাইরে গিয়ে পরীক্ষার জন্য আনা-নেওয়া করে থাকে। হাসপাতালের প্রধান ফটক থেকে মাত্র ২-৩ মিনিটের পথ শয্যাশায়ী রোগীদের ভ্যানে করে যাতায়াতের জন্যই এই টাকা আদায় করেন ভ্যানচালকরা। আবার যারা একেবারে গরীব রোগী তারা ওই টাকা দিতে না পেরে অনেকটা টেনে-হিঁচড়েই বাইরে গিয়ে পরীক্ষা করে আনেন। এরপর বাইরের ডায়াগনোস্টিক সেন্টারে আদায় করা হয় গলাকাটা অর্থ।’
আবির হোসেন নামে এক রোগী অভিযোগ করেন, ‘হাসপাতালের প্যাথলজি বিভাগে যে পরীক্ষা ১৫০-৩০০ টাকাতেই করা যায়। সেই পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে খরচ হচ্ছে ৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এভাবে চরম ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।’
নূর হোসন নামে এক স্বজন বলেন, ‘মেশিন নষ্ট দেখিয়ে বাইরে পাঠিয়ে বাড়তি টাকা আদায় করা হচ্ছে কিনা এটাও ক্ষতিয়ে দেখা দরকার। আর যে মেশিন বার বার নষ্ট হচ্ছে, সেটি কেন এতোদিন এই হাসপাতালে থাকবে? প্রয়োজনে নতুন মেশিন বসাতে হবে। এছাড়া রোগীদের জিম্মি করে টাকা আদায় বন্ধ হবে না।’
রামেক হাসপাতালের প্যাথলজিতে পরীক্ষা করতে আসা আয়েশা বলেন, ‘আমার ছেলের রক্তের কি কি সব টেষ্ট দিয়েছে। সেগুলো প্যাথলজিতে করার জন্য রক্ত দেওয়া হয়। কিন্তু দুইদিনেই ঘুরেও রক্ত দেওয়া যায়নি। ১১টার পর তারা আর রক্ত নিতে চাই না। ফলে পরীক্ষাও করা যায়নি। পরে বাইরে থেকে ওই পরীক্ষা করাতে আমার প্রায় তিন হাজার টাকা গুণতে হয়েছে। অথচ হাসপাতালে করানো গেলে সর্বোচ্চ খরচ হত ৮০০ টাকা।’
প্যাথলজির দায়িত্বরত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘আগে বেশির ভাগ রোগ পরীক্ষার রিয়েজেন্ট থাকতো। এখন অনেক পরীক্ষার রিয়েজেন্ট পাওয়া যায় না। ফলে ইচ্ছে থাকা সত্তেও আমরা সেসব পরীক্ষা করতে পারছি না। আবার অটো অ্যানালাইজার মেশিনটি অনেক পুরনো। এটিও সবসময় ঠিকমতো কাজ করে না। মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়।’
আরেক কর্মকর্তা মোস্তাক হোসেন বলেন, প্যাথলজির একটা মেশিন ৫ বছর সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়। এরপর থেকে নানা সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের মেশিনটি চলছে ১৪ বছর ধরে। ফলে এখানে সমস্যা লেগেই থাকছে।’
হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস খায়রুল আলম বলেন, ‘পুরনো মেশিনটির কারণে নানা সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি আরেকটি নতুন মেশিন আনার জন্য। নতুন মেশিন বসলেই এই সমস্যা থাকবে না।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর