২৯ জানুয়ারি, ২০২০ ১৬:১৬

বরিশালে ৭০ মণ জাটকাসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৭০ মণ জাটকাসহ আটক ৯

বরিশালে শিকার নিষিদ্ধ ৭০ মণ জাটকা বোঝাই আটটি অটোরিক্সাসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ড। মৎস্য বিভাগের সহায়তায় বুধবার সকালে নগরীর পলাশপুর সেতু এলাকা থেকে জাটকাসহ নয়জনকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া আটক নয়জনকে বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে কোস্টগার্ড। 

কোস্টগার্ড জানায়, নগরীর উপকন্ঠ তালতলী থেকে শিকার নিষিদ্ধ বিপুল পরিমান জাটকা নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে পাচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নগরীর পলাশপুর  সেতু এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ছয়টার দিকে সন্দেহভাজন আটটি অটোরিক্সা তল্লাশি করে ৭০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় জাটকা বোঝাই আটটি অটোরিক্সাসহ নয়জন মৎস্যজীবীকে আটক করে কোস্টগার্ড। 

পরে জব্দকৃত জাটকা কোস্টগার্ড অফিস চত্বরে বিভিন্ন এতিমখানাসহ অসহায়-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। একই সঙ্গে আটক নয়জনকে বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত। 
বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর