গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশনের পাশে এক অজ্ঞাত যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাকিষবাথান এলাকার বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশনের পাশে ড্রেনের ভিতরে রাতের কোন এক সময়ে তাকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহের পরনে ছিল কালো জিন্টস প্যান্ট, সাদার ভিতর চেক শাট, পায়ে কালো রঙ্গের স্যান্ডেল। পরে স্থানীয়রা কালিয়াকৈর থানায় জানালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল