ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ রয়েছে।
হাসপাতাল সূত্রে পাওয়া গেছে তাদের পরিচয়। তারা হলেন- শারমিন (২০) করোন পজিটিভ (ঝালকাঠির রাজাপুর); হাজী হাজু মিয়া (৮০) করোনা পজিটিভ (ব্রাহ্মণবাড়িয়া); ইয়াকুব চৌধুরী (৭৩) করোনা পজিটিভ (ঢাকা); আনোয়ার হোসেন (৬০) করোনা পজিটিভ (কামরাঙ্গীরচর); সোহরাব গাজী (৪০) (পটুয়াখালী); আব্দুল হাকিম (৭৫) (দোহার); অহিদ মিয়া (৫১) (মতিঝিল); আ. মান্নান (৫৭) (মাদারটেক);
জামিলা খাতুন (৪৮) (কুমিল্লা); জাহানারা (৭৮) (চাঁদপুর); আব্দুল হাকিম (৬৬) (নোয়াখালী)।
বিডি প্রতিদিন/আরাফাত