বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে চলমান গণস্বাক্ষর আদায় কর্মসূচির ৯ম দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি বরিশাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংস্কৃতিক সংগঠন ও পূঁজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সরকারি বরিশাল কলেজের সাবেক শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুতুব উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, মো. শাজাহান হাওলাদার, সেক্টর কমান্ডারস্ ফোরামের নেতা প্রদীপ ঘোষ পুতুল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার সৈয়দ আবুল বাসার, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক সরকারি বরিশাল কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, ওই কলেজের সাবেক শিক্ষার্থী বিসিসি’র প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বাবু এবং গোলাম সরোয়ার রাজিবসহ অন্যান্যরা।
বক্তারা সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি জানান। একই সাথে সরকারি বরিশাল কলেজের বেদখলকৃত সম্পত্তি দখলমুক্ত করার জন্য করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচীর ৯ম দিন বৃহস্পতিবার পর্যন্ত ৩২ হাজার সাক্ষর আদায় হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল