ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। বুধবার রাতে তাদের গ্রেফতার করে র্যাব-৮’র বিশেষ দল।
আজ বৃহস্পতিবার র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুরের দক্ষিন শিয়ালকালীর মো. জিহাদুল ইসলাম (২৫), নরসিন্দির দিলারপুর গ্রামের মো. রাফী আহমেদ ভূঁইয়া (২৬), ইশ্বরদীর বাবুলচারা শাহপাড়ার মো. আল-আমিন (২২) এবং নোয়াখালীর মাদারতলীর আকবর হোসেন হৃদয় (২৩)।
র্যাব-৮ জানায়, গ্রেফতারকৃত মো. জিহাদুল ইসলাম ও মো. আল-আমিন বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে এবং মো. রাফী আহমেদ ভূঁইয়া উবার/ পাঠাও এ রাইড শেয়ার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করার পাশাপাশি তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেস্টা চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার