বাংলাদেশ প্রতিদিনের ফিচার বিভাগের সাংবাদিক আলী আফতাব ভূঁইয়ার বাবা আলী আহমেদ ভূঁইয়া (৬৭) আর নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলী আহমেদ ভূঁইয়া দীর্ঘ দিন যাবৎ কিডনি রোগসহ অন্যান্য জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ আছর নরসিংদির নিজ গ্রামে মরহুমের জানাজা শেষে গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আলী আফতাবের পিতার মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবার গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/কালাম