বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল শুক্রবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নবনির্বাচিত নেতাদের আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সঙ্গে অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো।
ঘোষিত ইউনিটগুলো হলো: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আহবায়ক আসিফ হোসেন রচি, যুগ্ম আহবায়ক ফয়সাল নূর, সদস্য সচিব আলী আহমদ, সদস্য নওরোজ রহমান ইমন, মুসাওয়ার আহমেদ শফিক।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আহবায়ক সোহাগ সরদার, যুগ্ম আহবায়ক সৈয়দ রাসেল, সদস্য সচিব ফজলে রাব্বি খান, সদস্য মো. সুজন, মো. রাসেল মিয়া।
ইডেন মহিলা কলেজের আহবায়ক রেহানা আক্তার শিরিন, যুগ্ম আহবায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, সদস্য তোহফা মোস্তফা, আনিকা চৌধুরী, শিখা আক্তার, স্বর্ণালী।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আহবায়ক মেহেদী হাসান সাকিব, যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক খন্দকার মুয়িদ আদনান, যুগ্ম আহবায়ক তানভীর হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক তানভীর রহমান তন্ময়, বিজয় কুমার সাহা, মোখলেছুর রহমান ও নোমান পারভেজ, সদস্য সচিব সাদবিন নেওয়াজ, সদস্য এস এম নাঈম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন