এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান প্রয়াত মেজর (অব.) খালেদ আখতারের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানী বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদ ট্রাস্টের উদ্যোগে এ চেহলাম অনুষ্ঠিত হয়।
চেহলাম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ ছাড়াও বিদিশা সিদ্দিক, এরিক এরশাদ, প্রয়াত খালেদের সহধর্মিনী নুসরাত ঝিনুক, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন রাজু, নরুল ইসলাম নুরুসহ পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভায় খালেদ আখতারের স্মৃতিচারণ করেন এরিক এরশাদ ও বিদিশা সিদ্দিক এবং ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। আলোচনা সভায় বক্তরা খালেদ আখতার ও হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার শান্তি কামনা করে সবার দোয়া কামনা করেন।
খালেদ আখতার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন