জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ডিসি লেকে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ ও মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত করার সময় বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং এর মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে এই মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ২১ জুলাই থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত এই মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত