২৮ জুলাই, ২০২০ ১৪:১৭

মুজিববর্ষে বরিশাল বিভাগে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মুজিববর্ষে বরিশাল বিভাগে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিভাগজুড়ে ফলদ, বনজ ও ঔষধী গাছের ১০ হাজার চারা রোপণ কর্মসূচি শুরু করেছে পুলিশ। রেঞ্জ পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১ বরিশাল জেলা পুলিশ লাইন্সে ফলদ ও ঔষধী গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্ধোধন করেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। 

পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হকসহ অন্যান্যরা উপস্থি ছিলেন। 

অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিভাগের ৬ জেলায় ফলদ, বনজ ও ঔষধী গাছের ১০ হাজার চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন তারা। এই কর্মসূচির আওতায় বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় ফলদ, বনজ ও ঔষধী গাছের ২ হাজার চারা রোপণ করা হবে। এর ফলে সবুজ বাংলাদেশ বিনির্মাণ আরো একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা ডিআইজি মো. শফিকুল ইসলামের। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর