রাজধানীর হাতিরঝিল বড় মগবাজারে একটি বাসা থেকে শাহিদা আক্তার (২৩) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সন্ধ্যার পর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠনো হয়।
শাহিদা রংপুর জেলার পীরগাছা উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শাহিদা এক বছর ধরে পেয়ারাবাগের ওই বাসার গৃহকর্তা আব্দুল ওহাবের বাসায় কাজ করতেন। তার আরেক বোনও ওই বাসায় কাজ করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার