রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারের ভেতর থেকে এক শিশুকে উদ্ধার করেছে রমনা পুলিশ। রবিবার রাত ৯টার দিকে দুই মাস বয়সী এই শিশুকে উদ্ধার করা হয়।
শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. বজলুর রশিদ জানান, শিশুটি সুস্থ আছে। ছেলে শিশু, তার বয়স আনুমানিন ২ মাস হবে। তার চোখ থেকে পানি পড়ছে। এ জন্য চিকিৎসকেরা একটি ড্রপ দিয়েছেন। শিশুটির প্রাথমিক চিকিৎসা হয়েছে। সে কোথায় থাকবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ