রাজধানীর মোহাম্মদপুরে প্রাইভেট কারের ধাক্কায় নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলতাব হোসেন জানান, প্রাইভেট কারটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার