রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ায় নিজ ফ্ল্যাটে এক গৃহবধু খুন হয়েছেন। তার নাম জান্নাতুল ফেরদৌস (৩০)। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।
নন্দীপাড়া ৯নং সড়কের সাত তলা ভবনের ৪ তালায় এ ঘটনা ঘটে।
সবুজবাগ থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৯টায় ওই ফ্ল্যাটে গিয়ে জান্নাতুল ফেরদৌসের রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশের পাশেই তার ২২ মাসের শিশুটি শুয়ে কাঁদছিল।
জান্নাতুল ফেরদৌসের সামী মুস্তাফিজুর রহমান ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। কিন্তু ব্যবসা বন্ধ থাকায় তিনি গুলশানের একটি হোটেল দেখাশোনা করেন। ঘটনার সময় তিনি হোটেলে ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার সময় বাসায় জান্নাতুল ফেরদৌস তার ২২ মাসের শিশু ছেলে সন্তান নিয়ে বাসায় ছিলেন। পুলিশ ভেতরে গিয়ে দেখতে পায়, শিশুটি মায়ের লাশের পাশে শুয়ে কাঁদছিল।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাত তলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। কিছু কিছু ফ্ল্যাটে লোকজন উঠেছে। মিস্ত্রীরা সেখানে কাজ করছিল। এসময় ৫ তলায় তারা রক্তের দাগ দেখতে পায়। সেখান থেকে তিনজন সেনেটারি মিস্ত্রীকে আটক করে। তাদের দেয়া তথ্যে আটক হয় আরেক মিস্ত্রীকে। স্বীকার করেছে ফ্ল্যাটে তারা চুরি করতে ঢুকেছিল। বাধা দেয়ায় জান্নাতুল ফেরদৌসকে তারা কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। চারজনকেই গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/শফিক/আরাফাত