রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. ইয়াসিন আরাফাত (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আরাফাত ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিজে বহন করছিলো। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক