নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্নে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তিতাস ও র্যাবের যৌথ এ অভিযান পরিচালিত হয় সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায়।
এসময় তারা তিনটি নির্মাণাধিন বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এই অভিযানে তিতাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, মিটারিং এন্ড বিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফা।
র্যাব-১১ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার এবং ডিএডি রবিউল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন