বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেছেন, করোনা ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন রাষ্ট্র যে ভুল করেছে আমাদের প্রধানমন্ত্রী সেই ভুল করেন নি। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনার কারণে বাংলাদেশ সঠিকভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। আমাদের সংক্রমণের হার অনেকটা কমে এসেছে। করোনার স্বাস্থ্য ঝুঁকি থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করেছি। তারপরও আমাদের সাবধান থাকতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সিএন্ডবি রোডের সেইন্ট বাংলাদেশের হলরুমে ‘সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা’ প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
ইউকে-এইড ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড সহযোগীতায় এবং পার্টনারর্স ইন হেলথ এন্ড ডেভেলপেমেন্ট (পিএইচডি) এর ব্যবস্থপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক আ. ছালামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, ইএইচডি প্রকল্পের টিম লিডার মুহাম্মদ এহসানুল হক, পিএইচডি ফিন্যাসিং এডভাইজার মো. জাকির হোসেন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের হেলথ ফিন্যাসিং এডভাইজার মো. শাখাওয়াত হোসেন এবং পিএইচডির প্রকল্প সমন্বয়কারী মো. মোমেন খাঁন। প্রশিক্ষণ কর্মশালায় বরগুনা, পটুয়াখালী, কলাপাড়া ও ভোলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন