বরিশালে এক অসহায় বিধবাকে সেলাই মেশিন দেয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পরশমনি সংস্থার সহযোগিতায় এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় এই সেলাই মেশিন বিতরণ করেন সংস্থার পরিচালক মো. জসিম উদ্দিন।
সেলাই মেশিন পেয়ে বিধবা নয়ন বেগম বলেন, তার স্বামী মারা যাওয়ার পর সংসারে উপার্জন করার মতো কেউ নেই। বর্তমানে মেয়ে জামাতার সহায়তায় কোন রকম বেঁচে আছেন। এখন সেলাই মেশিন পাওয়ায় সেলাই কাজ করে সাবলম্বী হতে পারবেন তিনি।
সেলাই মেশিন বিতরণকালে সংস্থার পরিচালক জসিম উদ্দিন বলেন, অলাভজনক পরশমনি সমাজকল্যাণ সংস্থা সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিধবা নয়ন বেগমকে সেলাই মেশিন দেয়া হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন