১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১৫

পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেয়ার দাবিতে বনভবন ঘেরাও

অনলাইন ডেস্ক

পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেয়ার দাবিতে বনভবন ঘেরাও

সুন্দরবনে গত ১৯ মার্চ থেকে চলা পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনার বয়রার বনভবন ঘেরাও করে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন এ কর্মসূচি পালন করে। সংগঠনটির আহ্বায়ক মঈনুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে প্রতি আগ্রহ রয়েছে দেশি-বিদেশি পর্যটকদের। প্রতি বছর কয়েক লাখ দেশি-বিদেশি পর্যটক ভিড় করতেন সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে। প্রায় পাঁচ মাস ধরে সুন্দরবনের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দর্শনীয় স্থানগুলো পর্যটকশূন্য হয়ে পড়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, আর্থিক ক্ষতিতে পড়েছেন লঞ্চ, ট্রলার মালিক, ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর