১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে পুলিশের অভিযান

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে পুলিশের অভিযান

গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অবৈধ পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

অভিযানে মেট্টোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের এডিসি খালিদ মোহাম্মদ বোরহান, মেট্টোপলিটন পুলিশ ট্রাফিক উত্তরের এসি নজরুল ইসলাম, কোনাবাড়ী জোনের এসি থোয়াই অংপ্রু মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ফ্লাইওভারের নিচে প্রায় এক কিলোমিটার এলাকায় মহাসড়কের দুই পাশে কভারভ্যান, ট্রাক, পিকআপভ্যান পার্কিং করে আসছিল অবৈধ দখলদাররা। এতে মহাসড়কে সবসময় যানজট লেগে থাকে। যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় ফুটপাতের উপর থাকা কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। 

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের এডিসি খালিদ মোহাম্মদ বোরহান জানান, অবৈধ পার্কিংয়ের কারণে মহাসড়কে যানজট লেগে থাকতো। যানজট নিরসনে এ অভিযান চালানো হয়। মহাসড়ক সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর