১৮ সেপ্টেম্বর, ২০২০ ২২:১০

আনসার আল ইসলামের ২ সদস্য আটক

অনলাইন ডেস্ক

আনসার আল ইসলামের ২ সদস্য আটক

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনসার আল-ইসলামের উগ্রবাদ সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মোকসেদুল হক ওরফে মেহেদী হাসান (২১) ও আতাহার আলি ওরফে রাসেল মিয়া (১৯)।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, আটক মোকসেদুল হক পেশায় একজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজের আড়ালে তিনি গত তিন বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত। গ্রেফতার এড়াতে বিভিন্ন নাম ধারণ করে দেশের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। তিনি ‘সোনার বাংলা’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

আটক আতাহার আলি দুই বছর ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত। তিনি ‘অচিন পাখি’ ও ‘জিহাদি মন’ নামে গোপন টেলিগ্রাম আইডি ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর