ঢাকার ধামরাইয়ে কালামপুর পুলিশ লেখা মোটরসাইকেল নিয়ে দুই অপহরণকারী মনির (১৯) নামে এক যুবককে অপহরণ করে। এসময় যুবকের কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে তাকে বেধম প্রহার করায় চিৎকার করে অপহৃত যুবক। তার চিৎকার শুনে স্থানীয়দের সহোগিতায় সে উদ্ধার হয়। পরে পুলিশ লেখা মোটসাইকেল ফেলে তারা দৌঁড়ে পালায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণ কাজে ব্যবহৃত পুলিশ লেখা মোটরসাইকেল।
জানা গেছে, ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের সুঙ্গর গ্রামের আমজাদ হোসেন ও রিপন নামে দুই যুবক মোটরসাইকেলের পিছনে পুলিশ লেখা গাড়িটি নিয়ে রবিবার রাত ৯টার দিকে ব্যবসায়ী মনিরকে অপহরণ করে। এসময় তার কাছ থেকে টাকা পয়সা লুটে নিয়ে তাকে হত্যার জন্য মোটরসাইকেলে তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর সে চিৎকার করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়।
বিষয়টি জানার পর সোমবার বিকেলে কালামপুর হানিফ মেম্বারের বাড়ি থেকে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে বলে থানা পুলিশ জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার