ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনিত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
দীর্ঘ সময় নির্বাচনী প্রচারণা শেষে মিছিল সহকারে জমজম টাওয়ার মোড় প্রদক্ষিণ করে মাসকট প্লাজার পূর্ব মোড়ে পথসভার মাধ্যমে প্রচারণা শেষ হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. একেএম মাসুদ আখতার জিতুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব।
বক্তব্য রাখেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, ড্যাব যুগ্ম-মহাসচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর ডা. পারভেজ রেজা কাকন, যুগ্ম-আহ্বায়ক ইঞ্জনিয়ার মাহবুব আলম, প্রফেসর ড. আবুল হাসনাত মোঃ শামিম, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন