চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পদক পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। গতকাল ২৯ অক্টোবর দেশের ৮ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা পদক প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ প্রদান করেন। পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ১৯৫১ সালের ৩০ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই-এর ভাটিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম গোলাম কাদীর চৌধুরী ও মরহুমা রোকেয়া কাদীর চৌধুরীর তৃতীয় সন্তান।
অধ্যাপক কবীর চৌধুরী ১৯৬৮ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ৬৯ এর গণ আন্দোলন, ১১ দফা ছাত্র আন্দোলন এবং বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণার সময় প্রতিটি প্রোগ্রামে তিনি অংশ নেন।
মেডিকেলের ছাত্র থাকার সুবাদে তিনি ভাটিপাড়া হাইস্কুলে একটি অস্থায়ী ক্যাম্পে স্বাধীনতা যুদ্ধকালীন পুরো নয় মাস সময় নিয়মিত অসুস্থ ও আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীকালে ভিয়েনা ইউনিভার্সিটি থেকে এক্সিলেন্ট গ্রেডে প্রথম স্থান অর্জন করে চর্ম ও যৌনরোগে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা