ঢাকা ১৮ আসন উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব হাবিব হাসান বলেছেন, প্রতিপক্ষ প্রার্থী বহিরাগত লোক এনে মিছিল মিটিং করছে। সাধারণ ভোটাররা তাকে বর্জন করেছে। আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আবল-তাবল বলছে। নির্বাচন কমিশনে মিথ্যা নালিশ করছে। নিজেরা মারামারি করে আওয়ামী লীগের উপর দোষ দেওয়ার চেষ্টা করছে। প্রতিপক্ষ প্রার্থীকে বলছি জনগণের কাছে যান, নিজেদের অপকর্মের জন্য ক্ষমা চান, মিথ্যা অভিযোগ করবেন না, আল্লাহ আপনাদের ক্ষমা করবে না।
আজ ৪৬ নং ওয়ার্ডে গণসংযোগ কালে আটিপাড়া, রাজাবাড়িতে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব হাবিব হাসান।
তিনি বলেন, আওয়ামী লীগে কোন সন্ত্রাসীর স্থান নেই, আমি বিজয়ী হলে ঢাকা ১৮ আসনকে মাদক, জঙ্গিবাদ,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল আসনে রুপান্তরিত করবো।
হাবিব হাসান জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান ও ভাই। রাত-দিন ২৪ ঘণ্টা আমার দরজা আপনাদের জন্য খোলা, আমার কাছে যেতে কোন মাধ্যমের দরকার হবে না, আমি সুখ-দু:খে আপনাদের পাশে থেকে সত্যিকারের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। প্রয়াত এমপি এ্যাড. সাহারা আপার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বাদল, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, উত্তরখান থানা ছাত্রলীগের সভাপতি নাসিম সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন