নারায়ণগঞ্জ থেকে হেফাজতের বিপুল সংখ্যক নেতাকর্মী পায়ে হেঁটে রাজধানীতে ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচীতে যোগ দিয়েছে। আজ সোমবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে শহরের ডিআইটি জামে মসজিদের সামনে জড়ো হলেও তাদের বাস ও ট্রাকে চড়ে ঢাকা যেতে বাধা দেয় পুলিশ। পরে তারা পায়ে হেঁটেই রওনা দেন। তারা সাইনবোর্ডে গিয়ে ফের বাধার সম্মুখীন হলে অল্প সংখ্যক হেফাজতের নেতাকর্মী পায়ে হেঁটে রাজধানীতে যান।
জানা গেছে, সোমবার রাজধানীর বাইতুল মোকারমের সামনে হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। ওই সমাবেশ শেষে হেফাজত ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা ছিল। আগে থেকেই নারায়ণগঞ্জ হেফাজত ঘোষণা দেয় তারা নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে জড়ো হবে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শত শত হেফাজতের নেতাকর্মী মসজিদের সামনে জড়ো হয়। সেখানে ছিল ২০-২২টি বাস ও ট্রাক। এছাড়া প্রচুর মটরসাইকেল ও প্রাইভেটকার ছিল। কিন্তু পুলিশ এসব যান চলাচল করতে দেয়নি। পরে তারা বাস ট্রাক থেকে নেমে পায়ে হেঁটে সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দেন।
তবে সাইনবোর্ডে আগে থেকেই ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকায় সেখানে সকাল সাড়ে ১০টায় বাধার সম্মুখীন হন হেফাজতের লোকজন। পরে সেখানে জেলা হেফাজতের আমীর আবদুল আউয়াল মোনাজাত করে চলে যান।
এদিকে, নারায়ণগঞ্জ হেফাজতের কর্মসূচির কারণে ভুগতে হয়েছে হাজার হাজার মানুষকে। সকালে হেফাজতের ঢাকামুখী কর্মসূচীর কারণে চাষাঢ়া থেকেই সাইনবোর্ডগামী সকল যান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া ব্যারিকেডের কারণে মহাসড়কেও যান চলাচল বন্ধ ছিল। এতে করে লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ