রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় নির্মাণাধীন আটতলা একটি ভবনের সাততলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মঞ্জুর হোসেন (২৫)। তার সহকর্মী আকবর হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শেওড়াপাড়ায় ওই ভবনের সাততলায় সেন্টারিংয়ের বাঁশ খোলার সময় অসাবধানতাবসত নিচে পড়ে যায় মঞ্জুর হোসেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্জুর হোসেন নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মমানসা গ্রামে, বাবার নাম মোস্তফা মিয়া।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। লাশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ