আগামীকাল ৩রা নভেম্বর শােকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযােদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।
দিবসটি উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। সোমবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে।
কর্মসূচির মধ্যে আছে, মঙ্গলবার সূর্যোদয়ের সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালাে পতাকা উত্তোলন এবং কালাে ব্যাজ ধারণ; সকাল ৮টায় ধানমন্ডিস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ; সকাল ৮:৪৫ মিঃ বনানী কবরস্থানে ১৫ ই আগস্টের কালরাতে নিহত সকল শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতৃবৃন্দের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল এবং রাজশাহীতে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে পুস্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মােনাজাত; বিকেলে সাড়ে তিনটায় জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়ােজিত আলােচনা সভায় অংশগ্রহণ।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সকল ইউনিটকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জেলহত্যা দিবস পালনের জন্য নির্দেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন