বরিশালের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের হলরুমে অতিথিদের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ নিখিল রঞ্জন মন্ডল।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধুই স্মৃতিচারণ নয়, এর পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণে সহায়তা করা। ১৮ কোটি মানুষের খাদ্য সরবরাহে চাই নিরাপদ ফসল উৎপাদন। এজন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক (অব.) মো. মজিবুল হক মিয়া এবং অতিরিক্ত পরিচালক (অব.) মো. সাইনুর আজম খান।
মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, এটিআই’র ভাইস প্রিন্সিপাল (অব.) শ্যামল কুমার দাস, ঊর্ধ্বতন প্রশিক্ষক যুথিকা পাল, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, মেট্রোপলিটন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাশার, বরিশাল সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসমা হোসেন কেয়া প্রমুখ।
এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম, ভাসমান কৃষির প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল হাসান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি, মেহেন্দিগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. হারুন-অর-রশিদ এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন কৃষি ও বনমন্ত্রী মেজর জেনারেল (অব.) নুরুল ইসলাম এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর