২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩৩

শাহবাগে মুশতাকের গায়েবানা জানাজায় ডা. জাফরুল্লাহ-নূর

অনলাইন ডেস্ক

শাহবাগে মুশতাকের গায়েবানা জানাজায় ডা. জাফরুল্লাহ-নূর

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে রাজধানীর শাহবাগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ অনেকে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, সোজা কথা হলো মুশতাক আহমেদের হত্যার দায় সরকারকেই নিতে হবে। এসময় শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি কর্মসূচির কথাও জানান।

এদিকে, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। শুক্রবার শাহবাগে সমাবেশ ও অবরোধ শেষে এ কর্মসূচি দেয়া হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা যান। তিনি র‍্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক হয়েছিলেন। গত বছরের মে মাস থেকে গুরুতর অসুস্থ মুশতাক আহমেদ কারাবন্দি ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর