সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বরিশালে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে স্বেচ্ছায় কারাবরণ করতে তারা কোতয়ালী মডেল থানায় গেলে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকায় তাদের গ্রেফতার করেনি পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোতয়ালী থানায় যায় আঞ্চলিক সংবাদপত্রের বার্তা সম্পাদকদের সংগঠন ‘নিউজ এডিটরস কাউন্সিল’র সদস্যরা। তারা কারাবরণের আবেদনসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করতে চান।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে কিছু সাংবাদিক থানায় এসেছিলেন স্বেচ্ছায় কারাবরণ করতে। কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা না থাকায় তাদের গ্রেফতার করার কোনো বিধান নেই আইনে। এ কারণে তাদের বুঝিয়ে-শুনিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, রোজিনা ইসলামকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বরিশাল নগরীতে পৃথক মানববন্ধন করেছে ‘সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি’ এবং ‘গণনাট্য সংস্থা’ নামে দুটি সংগঠন। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক (সচেতন নাগরিক কমিটি) বরিশালের সভাপতি প্রফেসর শাহ সাজেদা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্পরানী চক্রবর্তী এবং টুনু রানী কর্মকারসহ অন্যান্যরা। পরে একই দাবিতে একই স্থানে মানববন্ধন করে সাংস্কৃতিক সংগঠন গণনাট্য সংস্থা।
বিডি প্রতিদিন/এমআই