স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি না দেওয়া হলে আগামী ২৩ মে’র পর থেকে সারা দেশে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন নৌযান শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ নদী বন্দরস্থ লঞ্চ টার্মিনালে লঞ্চ চলাচলের অনুমতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেন। বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী বাবুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক কবির হোসেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আলমগীর মাস্টার, সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাৎ হোসেন, সারুলিয়া ঘাট শাখার সভাপতি শামীম আহমেদ ও সেক্রেটারি পান্না মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই