নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাতবিরাতে মোটরসাইকেল আটকে, চালককে জিম্মি করে, মোটরসাইকেলসহ নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন ছিনতাইচক্রের মূলহোতা মো. সজীব ভূঁইয়া ওরফে বাবু (২৭) ও তার সহযোগী মো. রোমান (২২)।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ন কবির ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের আদালতে তাদের জবানবন্দী রেকর্ড করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া বিভাগের কর্মকর্তা হাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতাররা ছিনতাইয়ের পরে একটি গ্যারেজে সেই মোটরসাইকেলের রং পরিবর্তন করে, পার্টস পাল্টে বিক্রি করে দিতেন।
এর আগে গত ৪ মে রাতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাগপাড়া এলাকায় রুহুল আমিন মোল্লার বাড়ির পাশের একটি গ্যারেজ থেকে ছিনতাইকারী চক্রের চারসদস্যকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তখন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. সজীব ভূঁইয়া ওরফে বাবু (২৭) নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিতেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তোতা মেম্বারের বাড়ির ভাড়াটিয়া দুলাল ভূঁইয়ার ছেলে।
সজীব সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ক্যানেলপাড় ভাড়া থাকতেন। সজীব ওরফে বাবুর দুই সহযোগী মো. রোমান (২২) সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি এলাকার আক্কাস আলীর ছেলে এবং মো. জাহিদ (২৪) সিদ্ধিরগঞ্জ গোদনাইল ক্যানালপাড় এলাকার ইয়াসিনের ছেলে। আলআমিন (৪০) সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে। আলআমিনের গ্যারেজেই মোটরসাইকেলের রং ও অন্যান্য পার্টস বদলানো হতো।
৫ মে দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন মো. শামসুল হক মিজি নামে এক যুবক। ২ মে রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মো. শামসুল হককে আটকে তার সঙ্গে থাকা ২১ হাজার টাকা একটি মোবাইল ও একটি মোটর সাইকেল রেখে দিয়ে ছেড়ে দেয়। অভিযোগ পাওয়ার পর থেকে ডিবি পুলিশের একটি টিম অনুসন্ধানে নামে। ৩ দিন চেষ্টার পরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তখন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শামসুল হক মিজি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ