ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।
ঢাকা-১৪ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, কুমিল্লা-৫ উপ-নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেটের আবুল হাসেম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত