নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে বন্দর থানায় ভুক্তভোগী শফিকুল ইসলামের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর আগে গত ২৪ জুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সা চালক সহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে শফিকুল ইসলাম (৩৫) গুরুত্বর অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
মামলার এজাহার সূত্র জানা যায়, ঘটনার দিন বেলা দেড়টায় অটোরিক্সায় টোটাল ফ্যাশন গার্মেন্টসে যাবার পথে একটি অজ্ঞাত ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রী ও চালক আহত হন। এসময় বাদীর বড় ভাই শফিকুল ইসলামের হাত বিচ্ছিন্ন এবং মাথা থেকে মগজ বেরিয়ে যায়। একই ঘটনায় আহত হন শ্রমিক জাহিদ, খাইরুল ও সাইফুল।
এ ঘটনায় অজ্ঞাত ট্রাক চালককে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ডিউটি অফিসার শফিকুল বলেন, দুর্ঘটনার শিকার ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আহত শ্রমিকের ভাই মামলা দায়ের করেছেন। এই ঘটনায় যদি অটোরিকশা চালক দোষী হয় তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল